অচিরেই ভারত সরকার ও ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) এর মধ্যে সমঝোতা হতে যাচ্ছে বলে ভারতীয় এয়ারটেল এর প্রধান নির্বাহী সঞ্জয় কাপুর আশা প্রকাশ করেন। তার ভাষ্য মতে, ভারত এবং রিম এর মধ্যকার এ মুহূর্তের অস্থিরতা নিরসনে দুই পক্ষই আগ্রহী বলে জানা গেছে।
শুক্রবার সকালে সঞ্জয় কাপুর জানান, রিম ভারত সরকারের দাবিগুলো বিবেচনা করছে। অচিরেই তারা ভারত সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করবে বলে তিনি আশা করছেন।
আভ্যন্তরীণ তথ্য নিরপত্তার প্রশ্নে ভারত ব্ল্যাকবেরি সেবা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি আগামী ৩১ আগস্টের মধ্যে সব ভারতীয় মোবাইল সেবাদাতাকে ব্ল্যাকবেরি সেবা পর্যবেক্ষণে যন্ত্রপাতি স্থাপনের নীতিগত নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০