লিনাক্স ব্যবহারকারীদের জন্য জিমেইলকেন্দ্রিক নতুন দুটি সেবা উন্মুক্ত করেছে গুগল। একটি জিমেইল ভয়েস, অন্যটি ভিডিও চ্যাট।
উবুন্টু ছাড়াও অন্য সব ডেভিয়ানভিত্তিক লিনাক্স ব্যবহারকারীরাও এ সেবার আওতায় আসবে। তবে এ সেবা উপভোগে একটি নির্দিষ্ট প্ল্যাগ ইন ডাউনলোড করতে হবে। এ প্লাগ ইন ডাউনলোড করা যাবে মসধরষ.পড়স/ারফবড়পযধঃ লিঙ্ক থেকে।
লিনাক্স ব্যবহারকারীদের জন্য তথ্যটি আনন্দদায়ক হলেও খুব একটা সাড়া ফেলবে না বলে বিশেষজ্ঞরা ভাবছেন। কারণ গুগল লিনাক্স অপারেটিং সিস্টেমে এ সেবা উপভোগে আগ্রহীদের প্রায় দুই বছর অপেক্ষায় রেখেছিল গুগল।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০