ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইসিটি টাইগারে পরিণত হবে বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
‘আইসিটি টাইগারে পরিণত হবে বাংলাদেশ’ প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘৮ বছর পরে আমরা বলতে পারি, বাংলাদেশ আইসিটি যুগে প্রবেশ করেছে। অতি দ্রুতই বিশ্বের আইসিটি টাইগারের পরিণত হবে এ দেশ’।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল ৠাডিসনে ‘ইমপ্যাক্ট বাংলাদেশ ফোরাম-২০১৭’ এর সমাপনী সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় এ খাতকে অবহেলা করা হয়েছে।

এখন ৭৫ শতাংশ লেনদেন আইসিটির মাধ্যমে হয়, যা মানব সভ্যতার উল্লেখযোগ্য ঘটনা।

সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর গত ৮ বছরে ৮ হাজার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। সারা দেশে ইন্টারনেট বিস্তার লাভ করেছে। ইউনিয়ন ইন্টারনেট সেন্টার ২০১৮ সালের মধ্যেই সারাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে’।

‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশেরই বয়স ৩০ বছরের নিচে। তারাই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের চাবিকাঠি হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকলের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া আমাদের অন্যতম এজেন্ডা। এ লক্ষ্যে নানামুখী প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসা হবে’।

জাতিসংঘ ভলান্টিয়ারস্ ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কেজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।