ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

ঢাকা: বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটিতে পৌঁছেছে।
 

সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান দিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
বিটিআরসি’র হিসেবে, দেশে চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার।


 
এরমধ্যে সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩৮ লাখ।
 
রবি’র সঙ্গে এয়ারটেল মিলে রবি’র গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ ১১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার এবং রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৪১ হাজার।
 
অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে পরিসংখ্যান তৈরি করে বিটিআরসি।
 
এদিকে সেপ্টেম্বরের শেষ নাগাদ ইন্টারনেট গ্রাহক সংখ্যা হয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৭ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার, ওয়াইম্যাক্স ৯০ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ৫৩ লাখ ২১ হাজার।
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।