ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপিকটার নতুন মার্কেটিং চেয়ারপারসন বেসিসের রাসেল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
অ্যাপিকটার নতুন মার্কেটিং চেয়ারপারসন বেসিসের রাসেল  রাসেল টি আহমেদ (ছবি: সংগৃহীত)

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) মার্কেটিং চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

বৃহস্পতিবার (২২ মার্চ) বেসিসের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ১৬ ও ১৭ মার্চ মিয়ানমারে অ্যাপিকটার ৫৭তম কার্যনির্বাহী পরিষদের সভায় ২০১৮-১৯ সালের জন্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ। ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেসিসের এ জ্যেষ্ঠ সহ-সভাপতি।

অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হওয়ায় রাসেল টি আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাসেল টি আহমেদ বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন বেসিসের তথা পুরো বাংলাদেশের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম সংগঠন অ্যাপিকটার কার্যনির্বাহী পরিষদে জায়গা করে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি আরো ভালোভাবে তুলে ধরার সুযোগ হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার বেসিস সফলভাবে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা আয়োজন করতে পেরেছে বলেই, বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থাটির আস্থা বাংলাদেশের ওপর আরো বেড়েছে। অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিপণন প্রসারের পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতেও ভূমিকা রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

মিয়ানমারে অনুষ্ঠিত অ্যাপিকটার পরিচালনা পর্ষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মালেয়শিয়ার স্ট্যান সিং, ভাইস চেয়ারম্যান ও অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের বিচারিক উপ-কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ফুলভিও ইনসেরা এবং তত্ত্বাবধানকারী কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন ড. দিলীপা ডি সিলভা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।