ইন্টারনেট এক্সপ্লোরার (আইই)সিক্স সংস্করণে নিষ্ক্রিয় হচ্ছে ফেসবুক চ্যাট। ১৫ সেপ্টেম্বরের পর আইই এর ষষ্ঠ সংস্করণে ফেসবুকের চ্যাটিং সেবা উপভোগ করা যাবে না।
ফেসবুকের চ্যাটিং সেবার মান উন্নয়নে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই আইই এর মাধ্যমে ফেসবুকে চ্যাটিং করতে হলে আইই সিক্স এর পরের সংস্করণগুলো ব্যবহার করতে হবে। তবে আইই ছাড়া অন্য ব্রাউজারে এ ধরনের কোনো সীমাবদ্ধতা নেই।
উল্লেখ্য, ২০০৮ সালে ফেসবুকে চ্যাট সেবা চালু করা হয়। কিন্তু তারপর বেশ কয়েকবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সাময়িকভাবে ফেসবুক চ্যাট সেবা বন্ধ করা হয়। এ মুহূর্তে নিরাপত্তা জোরদার করায় ফেসবুক চ্যাট এ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে, যা ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন সংস্করণগুলো সমর্থন করে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০