টিচবুক ডটকম নামে শিক্ষকদের নতুন সামাজিক নেটওয়ার্কিং সাইটের বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক। টিচবুক সাইটের নামকরণে ‘বুক’ শব্দটি যুক্ত করায় ফেসবুক আপত্তি জানায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব প্রতিষ্ঠান টিচবুক ডটকম সাইটটি এ বছরের শেষে উন্মোচনের সম্ভাবনা আছে। এ মুহূর্তে সাইটটির মোট সদস্য সংখ্যা মাত্র ৪৭ জন। টিচবুকের ম্যানেজিং পার্টনার গ্রেগ জানান, ফেসবুক অযথাই তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে।
উল্লেখ্য, ২০০৯ সালে ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস ‘টিচবুক’ নামে সাইটটি অনুমোদন করে। কিন্তু সে সময় ফেসবুক কোনো নীতিগত আপত্তি জানায়নি। তাছাড়া টিচবুক হচ্ছে মাত্র দুই জন ব্যক্তির তৈরি একটি সামাজিক সাইট। তাই ফেসবুকের মত কোটি কোটি ডলারের সাইট টিচবুককে প্রতিদ্বন্দ্বী মনে করার বিষয়টি সংশ্লিষ্টদের অবাক করেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০