ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের জন্মদিনে ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
গুগলের জন্মদিনে ডুডল ডুডল

ঢাকা: প্রযুক্তির এ যুগে গুগল এখন মহীরুহে পরিণত হয়েছে। একে একে পার করেছে ১৯টি বছর। আজ এ প্রযুক্তি প্রতিষ্ঠানের ২০তম জন্মদিন। 

জন্মদিনে গুগল নিজেই করেছে ডুডল। এতে উঠে এসেছে তাদের পথচলার শুরু থেকে এ পর্যন্ত নানা বিষয়ের উপস্থাপন।

 

ভাষার বিস্তার, সংস্কৃতি কিংবা অজানা কোনো বিষয়ের বিবরণ নিয়েই নিজেদের জন্মদিনে অসাধারণ ডুডল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।   

১৯৯৮ সালের আজকের এই দিনে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন চালু করে। এখন বিশ্বের ১৯০টির বেশি দেশে ১৫০টি ভাষায় কাজ করছে গুগল।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।