ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিউজপোর্টাল বাদে বাকি ৫৪ ওয়েবসাইট বন্ধের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নিউজপোর্টাল বাদে বাকি ৫৪ ওয়েবসাইট বন্ধের নির্দেশ 

ঢাকা: গুজব ছড়ানোর অভিযোগে এবার ৫৪টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে খুলে দেওয়া হয়েছে পরিবর্তন, প্রিয়ডটকম, রাইজিংবিডি ও ঢাকাটাইমস২৪.কম নামে চারটি নিউজপোর্টাল। 

বিটিআরসি সোমবার (১০ ডিসেম্বর) ইন্টারনেট গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা দিয়েছে।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কয়েকজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

এর আগে রোববার (৯ ডিসেম্বর) চারটি নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধে নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায়। পরবর্তীতে আবার এসব খুলে দেওয়া পরপরই নিউজপোর্টালবাদে অন্যান্য ‘গুজব সৃষ্টিকারী’ ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   
 
বিটিআরসির কর্মকর্তারা জানান, এসব ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেওয়া হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমআইএচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।