আবারও বন্ধের কবলে পড়ল ফেসবুক। সম্প্রতি ফেসবুক সাইট বন্ধ ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র সরকার।
ইতিমধ্যে মন্ত্রালয়ে অবস্থিত কেন্দ্রিয় তথ্যপ্রযুক্তি বিভাগ ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করতে শুরু করেছে। ফেসবুক বন্ধের এ সিদ্ধান্তটি মন্ত্রালয়ের কর্মচারীদের কাছে বেশ সমালোচিত হয়। তবে অভিযোগ উঠেছে, কর্মচারীরা অধিকাংশ সময় তাদের অফিসের কাজ বাদ দিয়ে ফেসবুক ব্যবহারে মনোনিবেশ করে। অন্যদিকে কর্মচারীরা বলছে তারা শুধু অফিসের মধ্যহ্নভোজ এবং সামান্য অবকাশে ফেসবুক ব্যবহার করে।
মন্ত্রণালয় এর সিনিয়র অফিসিয়াল কর্র্তৃপক্ষ জানান, অফিসের ইন্টারনেট শুধু অফিসের কাজেই ব্যবহার করা উচিত, অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১০
এসজেড/