ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাবির দুই আবাসিক হলে ওয়াইফাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

শাহজালাল বিশ্ববিদ্যালয়: এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুটি আবাসিক হলে চালু করা হলো তার বিহীন ইন্টারনেট প্রযুক্তি ‘ওয়াইফাই’।

দেশের সর্ব প্রথম প্রতিষ্ঠিত এই প্রযুক্তি বিশ্ববিদ্যাল ১৯৯৮ সালে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ২০০৬ সালে প্রথম ওয়াইফাই-র আওতায় আনা হয়।



সোমবার বিকেলে উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন প্রথমে শাহপরাণ হল এবং পরে দ্বিতীয় ছাত্র হলে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি বলেন, ‘এ প্রযুক্তি ব্যবহারের ফলে আবাসিক ছাত্রদের শিা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে। শিক্ষার্থীরা এখন কোনো রকম খরচ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। ’

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাহপরাণ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, দ্বিতীয় ছাত্রহলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।