নিজের পায়ে নিজেই কুঁড়াল মারলো হ্যাকাররা। হ্যাকারদের তৈরি করা ক্ষতিকর সফটওয়্যার, কোড বা প্রোগ্রামের মাধ্যমেই তাদের খুঁজে বের করা যাবে।
ইতিমধ্যে ওডট বেশকিছু ক্ষতিকর প্রোগ্রাম নিয়ে গবেষণা করেছেন। গবেষণায় নিয়ন, ইলিওনর ও স্নিপার নামে ক্ষতিকর প্রোগ্রামগুলোর ত্রুটি পাওয়া যায়। ফলে সহজেই হ্যাকারকে ধরাশায়ী করা যাবে। তাছাড়া আরও ১৩টি ক্ষতিকর প্রোগ্রামের আনপ্যাচ ত্রুটি বের হয়। যা দিয়ে সাইটগুলোকে হ্যাকের আওতায় করা হয়। প্রোগ্রামগুলোর মধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলো নিয়ে স্বয়ং ওয়েব হ্যাকারকেই হ্যাক করা যাবে। অর্থাৎ তাকে খুঁজে বের করা যাবে। শুধু তাই নয়, হ্যাকারদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে। সঙ্গে তাদের তথ্য চুরি করার পদ্ধতিও জানা সম্ভব হবে। এমনকি তারা যে কমপিউটার দিয়ে সাইবার ক্রাইম করে সেই কমপিউটারও হ্যাক করা যাবে। তবে হ্যাকারদের উপর বৈধ আক্রমণ করাই শ্রেয় বলে ওডট উপদেশ দিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১২১০ ঘণ্টা, জুন ১৯, ২০১০
এমআই/