ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ক্রমের দু বছর পূর্তি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
গুগল ক্রমের দু বছর পূর্তি

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের দুই বছর পূর্ণ হল। উল্লেখ্য, ২০০৮ সালে গুগল ক্রোম ব্রাউজারের প্রথম সংস্করণ উন্মুক্ত হয়।

গত দুই বছরে বিশ্বজুড়ে গুগল ক্রোম ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি। আর বিশ্বের ব্রাউজার সাম্রাজ্যে ক্রোম ব্রাউজারের শেয়ারের পরিমাণ শতকরা ৭.৫২ ভাগ।

এ মুহূর্তে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ক্রোম ব্রাউজারের ষষ্ঠ সংস্করণ অবমুক্ত হল। গুগলের ওয়েবসাইট থেকে ক্রোমের ৬ সংস্করণ ডাউনলোড করা যাচ্ছে। গুগল সূত্র জানিয়েছে, নতুন সংস্করণে ব্যবহৃত জাভাস্ক্রিপ্ট আগের চেয়ে আরও আধুনিক করা হয়েছে। তাছাড়া ইন্টারফেস এনহ্যান্সমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন এবং অটোফিল বৈশিষ্ট্যগুলোর মানোন্নয়নেও কাজ চলছে।   

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।