ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করপোরেট মোবাইল গ্রাহকের তথ্য না দিলে সংযোগ নিস্ক্রিয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
করপোরেট মোবাইল গ্রাহকের তথ্য না দিলে সংযোগ নিস্ক্রিয়

ঢাকা: মোবাইল ফোন অপারেটরগুলোকে তাদের করপোরেট গ্রাহকদের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

করপোরেট গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বুধবার (২০ নভেম্বর) বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ইতোমধ্যে বিটিআরসি সব সেলুলার মোবাইল অপারেটরগুলোকে তাদের করপোরেট গ্রাহকদের তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করেছে।

এতে বলা হয়, নির্দেশনা মোতাবেক সব করপোরেট গ্রাহকদের তথ্য বিটিআরসি নির্দেশিত প্রক্রিয়াতে সম্পন্ন করার জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরগুলোকে প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্যথায়, কমিশনের নির্দেশনা মোতাবেক মোবাইল অপারেটরগুলো তাদের করপোরেট গ্রাহকদের সংযোগ স্থায়ীভাবে নিস্ক্রিয় করতে বাধ্য থাকবে।

এ বিষয়ে সব করপোরেট প্রতিষ্ঠানকে মোবাইল অপারেটরগুলোকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।