মার্কিন যুক্তরাষ্ট্র: বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক দল গবেষক কৃত্রিম ত্বক তৈরি করতে সক্ষম হয়েছেন। চাপ সংবেদশীল এ ত্বক ইলেকট্রনিক বস্তু সেমিকন্ডাকটর ন্যানোতার দিয়ে তৈরি করা হয়েছে।
বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমপিউটার সায়েন্সেসের সহযোগী অধ্যাপক আলী জ্যাভে সংবাদ মাধ্যমকে বলেন, এ ত্বক একদিন মানুষের ত্বকের মতোই কাজ করবে। তারমানে এ ত্বক কোনো কিছু ধরা ও তা থেকে অনুভূতি উপলব্ধি করতেও পারবে। আলী জ্যাভে কৃত্রিম ত্বক গবেষণা দলের প্রধান হিসেবে কাজ করছেন।
এ কৃত্রিম ত্বককে বলা হচ্ছে, ই-স্কিন। গবেষকদের এ গবেষণা বিষয়ে গত ১২ সেপ্টেম্বর নেচার ম্যাটেরিয়ালস জার্নালে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এ স্পর্শ-কাতর কৃত্রিম ত্বক আগামীতে রোবোটিকস কাজে ব্যবহৃত হবে। গবেষক জ্যাভে বলেন, মানুষ ডিম না ভেঙে সহজেই তা ধরতে পারে। আমরা যদি কখনো চাই যে, রোবট কোনো পাত্র খালি করতে পারবে; তা হলে আমরা এ বিষয়ে নিশ্চিত হতে চাই যে, রোবট মদের গ্লাস ভাঙবে না। আমরা চাই, রোবট না ফেলে দিয়েই তা ধরতে পারবে। ’
আলী জ্যাভে বার্কলে সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর সেন্টার ও লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি ম্যাটেরিয়াল সায়েন্সেস ডিভিশনের একজন অনুষদ বিজ্ঞানী হিসেবও কাজ করেন।
তিনি আরও বলেন, দূর ভবিষ্যতে ই-স্কিন মানুষের কৃত্রিম অঙ্গে অনুভূতি সৃষ্টি করতে পারবে। অবশ্য এর জন্য ইলেকট্রনিক সেন্সর ও মানুষের স্নায়ুতন্ত্রের মধ্যে সমন্বয় ঘটানোর প্রয়োজন হবে।
উল্লেখ্য, কৃত্রিম ত্বক তৈরির আগে জৈব বস্তুর মতোই নমনীয় ও সহজতর অজৈব ত্বক নিয়ে গবেষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০