মাইক্রোসফটের নতুন মোশন ডিডেক্টর গেমিং পণ্য ‘কিন্যাক্ট’ উন্মুক্ত হচ্ছে আগামী নভেম্বরে। আর ১৮ নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে এর আনুষ্ঠানিক বিপণন।
কিন্যাক্টের মাধ্যমে মূলত গেম খেলোয়াড়ের নিজের শরীর গেম কন্ট্রোলারে বদলে যাবে। অর্থাৎ খেলোয়াড়ের বিভিন্ন অবয়ব পরিবর্তনে গেমের চরিত্রগুলোও বদল হবে। কিন্যাক্ট সেন্সর ডিভাইসে একটি বিশেষ ক্যামেরা আছে। যা খেলোয়াড়ের অঙ্গভঙ্গি শনাক্ত করে সে অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
মাইক্রোসফট মুখপাত্র ডেভিড ম্যাকলেন জানান, তাদের মোশন সেন্সর ডিডেক্টর ডিভাইসটি গেম খেলাকে অনেক সহজ করবে। কারণ গেম খেলোয়াড়রা এখন একাধিক বাটনের মাধ্যমে গেম খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর কিন্যাক্ট খেলোয়াড়ের গতি অনুযায়ী গেমের দৃশ্যগুলো নিয়ন্ত্রিত করবে। ফলে এখানে বাটন ব্যবহারের তেমন কোনো প্রয়োজনই হবে না।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০