ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন উপগ্রহ স্থাপন করবে বাংলাদেশ

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, সেপ্টেম্বর ১৬, ২০১০
নতুন উপগ্রহ স্থাপন করবে বাংলাদেশ

দেশের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে নতুন উপগ্রহ উন্মোচনের কথা ভাবছে বাংলাদেশ। গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এ উপগ্রহ দেশের সম্প্রচারভিত্তিক প্রযুক্তিকে দ্রুতগতিসম্পন্ন করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে বলে উল্লেখ করা হয়।

বৈঠকে উপগ্রহটির উন্নয়নের বিভিন্ন কারিগরি দিক, সম্ভাব্য ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, এ উপগ্রহ স্থাপন করতে কমপক্ষে তিন বছর সময় লাগবে। আর সম্ভাব্য ব্যয় হতে পারে ২০ থেকে ৩০ কোটি ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।