ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমে যাচ্ছে হাজার হাজার ফলোয়ার! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
কমে যাচ্ছে হাজার হাজার ফলোয়ার!  ফাইল ছবি

বন্ধু তালিকায় জায়গা না পেলেও পছন্দের মানুষের সব আপডেট পেতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমরা অনেকের ফলোয়ার হয়ে থাকি।  

ফেসবুক বাগের কারণে রাতারাতি অনেকের লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে।

স্যাটলক এক্সপ্রেস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড় থেকে মেটা সিইও মার্ক জুকারবার্গও বাঁচতে পারেননি। মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯,৯৯৩-তে এসে দাঁড়িয়েছে। তার ফেসবুক পেজ থেকে এই ফলোয়ারের সংখ্যা জানা গেছে।

অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠেছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কি ভুয়া ছিল? 

কার কতজন ফলোয়ার কমে গেছে ফেসবুকের দেয়াল জুড়ে আজ এটাই মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে।  

সূত্র: স্যাটলক এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।