ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এফটিএক্সের প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রাইড বাহামায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এফটিএক্সের প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রাইড বাহামায় গ্রেফতার

ধসে পড়া ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড বাহামা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল এই তথ্য জানিয়েছেন।

 

মঙ্গলবার আদালতে তার বিচারকের সামনে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্যারিবিয়ান দেশটির কর্তৃপক্ষ।  

পুলিশ বলছে, অর্থ সংক্রান্ত অভিযোগে ব্যাংকম্যান গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও বাহামার আইন ভেঙেছেন।

গেল মাসে যুক্তরাষ্ট্রে এফটিএক্সের নাম দেওলিয়া হওয়া প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়। অনেক গ্রাহকই তাদের অর্থ তুলে নিতে পারছেন না।  

এটি এখনও স্পষ্ট নয় যে, কতসংখ্যক লোক তাদের অর্থ ফেরত পাবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অর্থের সামান্য ভগ্নাংশই ফেরত পাওয়া যাবে।

বাহামাসের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, ব্যাংকম্যান-ফ্রাইডকে আমাদের দেশের আইন অনুযায়ী আটক রাখা হবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।