বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আকাশে উড়তে থাকা একটি বস্তু দেখা গেছে। এটিকে অনেকেই ভিনগ্রহের প্রাণি বা ইউএফও হিসেবে ধরে নিয়েছেন।
এটি আসলে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের তৈরি সলিড ফুয়েলের (কঠিন জ্বালানি) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫। এ তথ্য জানা গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে।
জানা যায়, ভারত তাদের অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির বুস্টার রি এন্ট্রি দেখা গেছে। কারণ এটি উৎক্ষেপণ করা হয়েছে ভারতের উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে।
এ পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটির রেঞ্জ ৫,৪০০ কি.মি.।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
জেডএ