চীনে জিনজিয়ান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ১৮ শ্রমিক আটকে পড়েছেন। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শনিবার সন্ধায় কাজাখস্থান লাগোয়া সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরের ইয়িনিং কাউন্টির ওই খনিটি ধসে পড়ার সময় অন্তত ৪০ শ্রমিক কাজ করছিলেন। ২২ জনকে বের করে আনা হলেও ভেতরে আটকে পড়েন ১৮ জন।
গণমাধ্যম জিনহুয়া শনিবার দিনের শেষে জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।
চীনে সাম্প্রতিক দশকগুলোতে খনির নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে। এরপরও কদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। কারণ প্রায়ই নিরাপত্তা নির্দেশনা শিথিল হয়।
গত বছরের সেপ্টেম্বরে ১৯ খনি শ্রমিক কিংহাই প্রদেশে কয়লা খনিতে আটকা পড়েন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ পাওয়া যায়।
২০২১ সালের ডিসেম্বরে ২০ খনি শ্রমিককে শানঝি প্রদেশের একটি ভেসে যাওয়া কয়লা খনি থেকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ