করোনাপূর্ব অবস্থায় ফিরছে মুসলমানদের হজ। এবার হজযাত্রীর সংখ্যা সীমিত রাখছে না সৌদি আরব।
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিআহ সোমবার সন্ধ্যায় বলেন, আমি দুটি সুখবর দিচ্ছি। এর একটি হলো, হজযাত্রীর সংখ্যা করোনার আগের অবস্থায় ফিরছে। বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না।
২০১৯ সালে ২ দশমিক ৪ মিলিয়ন লোক হজে অংশ নেন। ২০২০ সালে হজযাত্রীদের সংখ্যা কমানো হয়। ২০২১ সালে সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা হজ পালন করেন।
গেল বছর ৯ লাখ লোক হজে অংশ নেন। এ সময় ৬৫ বছরের কম বয়সীরা টিকা নেওয়ার শর্তে হজ পালন করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ