ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির রাজধানী দিল্লির বার ও রেস্তোরাঁয় মদ পরিবেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৬ জানুয়ারিকে ড্রাই ডে (লাইসেন্স করা দোকানে মদ বিক্রি বন্ধ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই প্রথমবার দিল্লি সরকার ২৬ জানুয়ারি বার ও রেস্তোরাঁয় মদ বিক্রি নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে মহাশিবরাত্রি, রাম নবমী ও হোলিতে দোকানে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।
এছাড়া স্বামী দয়ানন্দ জয়ন্তী এবং গুরু রবিদাস জয়ন্তীতেও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ড্রাই ডের তালিকা ঠিক করেছে দিল্লি সরকারের আবগারি বিভাগ। এতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী, ১৫ ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী, ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, ৮ মার্চ হোলি এবং ৩০ মার্চ রাম নবমীকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করেছে।
এসময় মদ কেনা-বেচা বন্ধ থাকবে। সরকার প্রতি তিন মাস পর পর ড্রাই ডে’র তালিকা প্রকাশ করে। চলতি বছরে প্রায় ২১টি ড্রাই ডে থাকছে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমএইচএস