ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগের নির্দেশ

রাশিয়ায় নিয়োজিত এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লেড্রেকে মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়।

আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাকে মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবারের বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার বর্তমান নেতৃত্ব রাশিয়ার সঙ্গে ইচ্ছাকৃতভাবে সব ধরনের দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করছে। তালিন (এস্তোনিয়ার রাজধানী) সম্পূর্ণ রুশবিদ্বেষী হয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো তাদের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে এস্তোনিয়ায় নিয়োজিত রুশ দূতাবাসের বিপুলসংখ্যক কর্মকর্তাদের প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারির মধ্যে তাদের সরিয়ে নিতে বলা হয়েছে।

এস্তোনিয়ার দাবি, রুশ দূতাবাস মস্কো-তালিনের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করছে না। তাই এখানকার রুশ দূতাবাসে এত কর্মকর্তা-কর্মচারী থাকার কোনো অর্থ নেই।  

উত্তর ইউরোপের ছোট দেশ এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। দেশটি ন্যাটোর সদস্য নয়। তবে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির সদস্য হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে দেশটির। এতে আপত্তি রয়েছে মস্কোর।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।