ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
হাইতিতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

চলতি মাসে হাইতিতে অপরাধী চক্রের হাতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাই সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির বিদ্রোহী পুলিশ কর্মকর্তারা।

এসময় তারা তাণ্ডব চালান ও দাঙ্গা সৃষ্টি করেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবস্থা না নেওয়ার জন্য বিক্ষুব্ধ কর্মকর্তারা সরকারকে দায়ী করেন।

বিক্ষোভে ১০০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেন। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। সিসিটিভি ক্যামেরা ভেঙে দেন এবং যানবাহনে ভাঙচুর করেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙ্গে ফেলেন এবং পরে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশ স্টেশনে বিভিন্ন গ্যাং হামলায় বছরের শুরু থেকে ১৪ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাইতির ন্যাশনাল পুলিশ জানিয়েছে, শুধুমাত্র গত সপ্তাহের বুধবারই বন্দুকযুদ্ধে সাত কর্মকর্তা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।