ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
দ. আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত ৮

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় পোর্ট এলিজাবেথে ওই বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। এসময় দুইজন বন্দুকধারী প্রবেশ করে। তারা অনুষ্ঠানে আগত অতিথিদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

ওইদিন স্থানীয় সময় বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে পুলিশ কোয়াজাকেলের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। হামলাকারীরা দুইজন ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বলেছে, অপরাধীদের খোঁজা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।