ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৮৭

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৮৭

পাকিস্তানের পেশোয়ার পুলিশ লাইনস অঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ জনের প্রাণহাণি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্ত ৮৩ জন।

সোমবার দুপুরের দিকে দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা।  

লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ অসিম হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান রয়টার্সকে বলেন, ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এর নিচে অনেকেই ছিলেন বলে মনে করা হচ্ছে।  

বিস্ফোরণস্থল থেকে ডনের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। এ এসময় জোহরের নামাজ চলছিল। পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা মসজিদের ভেতরে ছিলেন।  

একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, মসজিদের ধসে পড়া দেয়ালের চারদিকে ভিড় করছেন।  

এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি যে, বোমাটি মসজিদের ভেতরে রাখা ছিল, নাকি এটি আত্মঘাতি হামলা ছিল। পুলিশ রেড জোনগামী সড়ক বন্ধ করে দিয়েছে।  

এক টুইটে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। হতাহতদের পরিবারের প্রতি তিনি সহমর্মিতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।