ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের ফয়জাবাদে মৃদু ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আফগানিস্তানের ফয়জাবাদে মৃদু ভূমিকম্প

আফগানিস্তানের ফয়জাবাদে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪৭ মিনিটে অঞ্চলটিতে আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিএস জানায়, মৃদু ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা এখনও জানা যায়নি।

এর আগে গত ২২ জানুয়ারি সকালে ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।