ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল কাতার

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।  

এর আগে প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেলআজিজ আল থানি পদত্যাগ করেন।

শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি কাতারের একটি পরিচিত মুখ।

সাড়ে তিন বছর সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশরের অবরোধকালে তিনি দেশকে পথ দেখান।    

২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।  

আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।  

২০২১ সালে কাতারে দুই তৃতীয়াংশ অ্যাডভাইজরি শুরা কাউন্সিলের জন্য সর্বপ্রথম আইন পরিষদের নির্বাচন হয়।  

 বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
 আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।