ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলে মালয়েশিয়ায় বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলে মালয়েশিয়ায় বিল পাস

মালয়েশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিল পাস হয়েছে। ২০১৮ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

খবর বিবিসি।  

খুন ও সন্ত্রাসের মতো ১১টি গুরুতর অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এই ক্ষেত্রে দণ্ড বাতিলে বিলটি পাস হলো।  

তবে বিচারকরা ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার বিবেচনা বজায় রেখেছেন।

আইনপ্রণেতারা বলেন, খুব গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালত এখন ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড বা বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তি দিতে পারবেন।  
 
সোমবার পার্লামেন্টে মালয়েশিয়ার আইন উপ-মন্ত্রী রামকারপাল সিং বলেন, মৃত্যুদণ্ড অপরাধ বন্ধ রাখতে কাজ করেনি। মৃত্যুদণ্ড কাঙ্ক্ষিত ফল নিয়ে আসেনি।  

আইনের এই পুনর্গঠনে বিলটিকে উচ্চকক্ষ থেকে পাস করে আনতে হবে। তবে আশা করা হচ্ছে এটি উচ্চকক্ষে পাস হয়ে যাবে।

মালয়েশিয়ায় ৩৪টি অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এর মধ্যে ১১টির ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান ছিল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।