ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ২০

তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিতে চেয়েছিলেন।

 

উত্তর আফ্রিকার দেশগুলো থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পরিমাণ আগের তুলনায় বেড়েছে। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। খবর আল-জাজিরা।

দেশটির স্ফাক্স শহরের বিচারক ফাওজি মাসমৌসদি শনিবার বলেন, স্ফাক্স উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে।  

ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনের কাছে লিবিয়ার বদলে এখন তিউনিসিয়া প্রধান প্রস্থান পয়েন্ট হিসেবে জায়গা করে নিয়েছে।  

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড শুক্রবার বলেছিল, ১৪ হাজার শরণার্থী, অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা থেকে আসা, বছরের প্রথম তিন মাসে আটক বা উদ্ধার হয়েছে। তারা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিল। গেল বছরের চেয়ে এই সংখ্যা পাঁচগুণ বেশি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।