ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সার্বিয়ায় স্কুলে গুলিতে আট শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
সার্বিয়ায় স্কুলে গুলিতে আট শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত

সার্বিয়ার বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে প্রাণ গেছে আট শিশু ও এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোর।

সার্বিয়ার পুলিশ এমনটি বলেছে। খবর আল জাজিরা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোলাগুলি সম্পর্কিত একটি কল পায়। যে স্কুলে গুলির ঘটনা ঘটেছে, সেই স্কুলের নাম ভ্লাদিস্লাভ রিবনিকর।

সন্দেহভাজন কিশোর সপ্তম গ্রেডের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ১৪ বছর বয়সী ওই কিশোর তার বাবার বন্দুক থেকে অন্য শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তা প্রহরীর ওপর গুলি ছোড়ে।  

বার্তা সংস্থা তানজুগ বলছে, আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার প্রাণের ঝুঁকি রয়েছে। হাসপাতালে তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।  

গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার পর আতঙ্কিত অভিভাবকরা স্কুলে এসে তাদের সন্তানদের খুঁজে বের করতে চেষ্টা করেন।  

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, স্কুলের বাইরে গোলযোগ চলছে। এর মধ্যেই পুলিশ সন্দেহভাজনকে মাথা ঢেকে সরিয়ে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।