ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১০   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১০   

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আরও ৪০ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম “আয়রন ওয়াল” এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড এবং হামাস জেনিনে ইসরায়েলি হামলার মোকাবিলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজার ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহক হয়েছেন ১ লাখ ১১ হাজার ১৪৭ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর থেকে বেশি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, বহু মৃতদেহ পড়ে আছে এসব ধ্বংসস্তূপের নিচে। যুদ্ধকালীন সময়ে আক্রান্ত এসব স্থানে ঠিকভাবে পৌঁছাতে বা উদ্ধারকার্য চালাতে পারেনি প্রতিরক্ষা দলগুলো।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।