ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলে ঢুকে গুলি, ৭ শিক্ষক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ৪, ২০২৩
পাকিস্তানে স্কুলে ঢুকে গুলি, ৭ শিক্ষক নিহত  ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি স্কুলে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ মে) এ গুলির ঘটনায় ওই স্কুলের ৭ শিক্ষক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তান সীমান্তে অবস্থিত প্রত্যন্ত শহর পারাচিনারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ গুলি চালানো হয়। এ সময় স্কুলটিতে বার্ষিক পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা।

পুলিশ বলেছে, তারা এ ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে নেমেছে। তবে এটি সন্ত্রাসী হামলা হতে পারে।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একমাত্র শিয়া সংখ্যাগরিষ্ঠ শহর পারাচিনার। এ অঞ্চলে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল। ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছাত্র ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৮৫৯, মে ০৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।