ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানের জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আরএসএফের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
সুদানের জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আরএসএফের

রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘর দখল করেছে সুদানের প্যারা মিলিটারি বাহিনীর যোদ্ধারা (আরএসএফ)।

আরএসএফের একজন উপ-পরিচালকের বরাত দিয়ে আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরএসএফ কমান্ডার তার সেনাদের প্রাচীন মমিসহ দেশের ঐতিহ্যবাহী মূল্যবান প্রত্নবস্তুগুলো রক্ষার অনুরোধ জানিয়েছেন।

প্যারা মিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস গ্রুপের সদস্যরা সুদানের নিয়ন্ত্রণের জন্য এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

আরএসএফের উপ-পরিচালক ইখলাস আবদেলাতিফ জানিয়েছেন, যোদ্ধারা শুক্রবার জাতীয় জাদুঘরে প্রবেশ করে।
জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা জাদুঘরের ভেতরের অবস্থা জানেন না।

গত ১৫ এপ্রিল সংঘাত শুরু হলে তারা সেখান থেকে চলে যায়।

আরএসএফের সদস্যরা জাদুঘরের ভেতরে করা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এক সৈনিক জানিয়েছেন, ‘তারা জাদুঘরের কোনো ক্ষতি করেছেন বা করবেন না’।

ভিডিওটিতে আরও দেখানো হয়েছে যে, আরএসএফ যোদ্ধারা উন্মুক্ত মমিগুলো চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন। সাদা বাক্সগুলো বন্ধ করে দিচ্ছেন।

জাদুঘরটি কেন্দ্রীয় খার্তুমের নীল নদের তীরে অবস্থিত।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।