ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুয়েজ খালে তেলবাহী ট্যাঙ্কার ভেঙে নৌযান চলাচল ব্যাহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
সুয়েজ খালে তেলবাহী ট্যাঙ্কার ভেঙে নৌযান চলাচল ব্যাহত 

সুয়েজ খালে তেলবাহী একটি ট্যাঙ্কার ভেঙে পড়ায় সাময়িকভাবে নৌযান চলাচল ব্যাহত হয়েছিল বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। রোববার এই ঘটনা ঘটে।

খবর এপি

মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের মুখপাত্র জর্জ সাফওয়াত বলেন, মাল্টার পতাকাবাহী সিভিগোর নামে ট্যাঙ্কারটি খালের ১২ কিলোমিটার (৭ দশমিক ৫ মাইল) পয়েন্টে যান্ত্রিক ত্রুটিতে পড়ে।  

ট্যাঙ্কারটি ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে যাচ্ছিল।

স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবেই বলেন, জলপথের সিঙ্গল-লেন অংশে ট্যাঙ্কারটি ভেঙে পড়ে। এতে পেছনে আটটি নৌযান জটে পড়ে।

ঘণ্টাখানেক পর রাবেই এক বিবৃতিতে বলেন, ট্যাঙ্কারটিকে তিনটি টাগবোট ডবল লেনে টেনে নিয়ে যায়। পরে নৌযান চলাচল স্বাভাবিক হয়।  

তিনি বলেন, সিভিগোরের ক্রুরা যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছেন। এর বেশি কিছু তিনি বলেননি।

জাহাজ ট্র্যাকিং পরিষেবা দেওয়া সংস্থা ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সিভিগোর ট্যাঙ্কারটি ২০১৬ সালে নির্মিত হয়। দৈর্ঘ্যে এটি ২৭৪ মিটার, প্রস্থে ৪৮ দশমিক ৬৩ মিটার।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।