ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: পরিচয় শনাক্ত হয়নি ১০১ মরদেহের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: পরিচয় শনাক্ত হয়নি ১০১ মরদেহের

ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থলে এখনও পড়ে আছে বিধ্বস্ত করমণ্ডল এক্সপ্রেসের বগি। ঘটনাস্থল ঘিরে এখনও হাহাকার আর কান্নার রোল।

প্রিয় মানুষকে খুঁজে ফিরছেন আত্মীয়-স্বজনরা।

এরই মধ্যে ভারতের রেল কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ জুন) জানিয়েছে, ১০১টি মরদেহ এখনও মর্গে পড়ে আছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো একাধিক মর্গে রাখা হয়েছে।

পূর্ব মধ্য রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিনকেশ রায় সাংবাদিকদের বলেছেন, এ দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। ১১০০ মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৯০০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

যে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি সেগুলোর বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ উদ্বেগে আছে। এতগুলো দেহ একসঙ্গে রাখা কঠিন বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আত্মীয়দের খুঁজতে অনেক মানুষ প্রতিদিন হাসপাতালে ভিড় জমাচ্ছেন। বিএমসি হাসপাতালে ১৯৩টি মরদেহ রাখা আছে। এর মধ্যে মাত্র ৮০টির পরিচয় শনাক্ত হয়েছে। ৫৫টি দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।