ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দাঁতে ব্যথায় ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক পেছালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
দাঁতে ব্যথায় ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক পেছালেন বাইডেন

দাঁতে ব্যথার কারণে ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত রোববার দাঁতে ব্যথা শুরু হয় জো বাইডেনের।

সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। যার কারণে সোমবারের সব কাজ পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়।

মঙ্গলবারই স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।

এদিন সাউথ লনে কলেজ অ্যাথলেট ডে-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিচের পাটির ভিতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন বাইডেন। এরপরই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যথার কথা জানান।

তারপরেই তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।