ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণের সংজ্ঞায় বদল আনল জাপান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
ধর্ষণের সংজ্ঞায় বদল আনল জাপান

জাপানে ধর্ষণের সংজ্ঞা বদলে এবং যৌন মিলনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইনে বিরাট পরিবর্তন আনা হয়েছে। আগে জাপানে কেবল ‘জোর করে যৌন সম্পর্ক’কেই ধর্ষণ বলে গণ্য করা হতো।

 

এখন সংজ্ঞা পাল্টে বলা হয়েছে ‘সম্মতিবিহীন যৌন সম্পর্ক’ ধর্ষণ বলে গণ্য হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের আইনের সঙ্গে জাপানে যৌন অপরাধ সংক্রান্ত আইন-কানুনের সামঞ্জস্য আনা হলো।  

সমালোচকরা বলেছিলেন, জাপানে কাউকে যৌন সম্পর্কে বাধ্য করা হলে আগের আইনে কোনো সুরক্ষা ছিল না, ফলে অনেক যৌন হামলার ঘটনা নিয়ে অভিযোগ করা যেত না। এ ছাড়া আদালতে এ রকম মামলার রায়ে অনেক অসঙ্গতি থাকত।

জাপানের পার্লামেন্টের উচ্চ-কক্ষে শুক্রবার নতুন আইন পাস হয়। নতুন আইনে বেশ সুস্পষ্টভাবে এমন আটটি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর পক্ষে ‘যৌন সম্পর্কে অসম্মতি জানানো বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রকাশ করা’ বেশ কঠিন।  

জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাস করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।