ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দূতাবাস চালুর ঘোষণা দিল আরব আমিরাত-কাতার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
দূতাবাস চালুর ঘোষণা দিল আরব আমিরাত-কাতার

সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের মধ্যে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। দেশ দুটির সম্পর্কে ছয় বছর ধরে ভাঙন ছিল।

খবর আল জাজিরা।

সোমবার দেশ দুটি এ সংক্রান্ত বিবৃতি দিয়ে বলেছে, আবু ধাবিতে কাতারের দূতাবাস এবং দুবাইয়ে কাতার কনস্যুলেটের পাশাপাশি দোহার আমিরাত দূতাবাস পুনরায় কার্যক্রম চালু করেছে।

বিবৃতিতে এটা বলা হয়নি যে, রাষ্ট্রদূতরা দূতাবাসে অবস্থান করছেন কি না কিংবা মিশনগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত কি না।  

দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে একে অন্যের সঙ্গে আলাপ করেছেন এবং কূটনৈতিক মিশন চালু হওয়ায় একে অন্যকে অভিনন্দন জানিয়েছেন। কাতার এমনটি বলেছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

কাতারের ওপর জঙ্গি গোষ্ঠীকে সমর্থন এবং ইরানের অতি ঘনিষ্ঠ হওয়ার দোষ চাপিয়ে দেশটিকে ২০১৭ সালে সৌদি আরব, বাহরাইন ও মিশরের সঙ্গে মিলে বয়কট বা বর্জন করেছিল সংযুক্ত আরব আমিরাত। কাতার দৃঢ়ভাবে সব অভিযোগ অস্বীকার করেছে।

আনুষ্ঠানিকভাবে বয়কট তুলে নেওয়া হয় ২০২১ সালের জানুয়ারিতে। গেল বছর ফিফা বিশ্বকাপ আয়োজনকারী কাতারা সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের স্বাগত জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।