ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, জুন ২০, ২০২৩
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন মোদি

ঐতিহাসিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করে।

দীর্ঘ বিমানযাত্রার পর ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত দেড়টার দিকে যুক্তরাষ্ট্রে মোদি পৌঁছাবেন।

এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদি। এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি।

মোদির এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেননি।

উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।

সূচি অনুযায়ী, আগামী ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা নরেন্দ্র মোদির।

উল্লেখ্য, গত কয়েক বছরে দুই রাষ্ট্রনেতা একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে এই প্রথম পূর্ণাঙ্গ আলোচনার জন্য দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।