ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হজ মৌসুমে মসজিদে নববিতে প্রতিদিন ৪০০ টন জমজমের পানি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
হজ মৌসুমে মসজিদে নববিতে প্রতিদিন ৪০০ টন জমজমের পানি বিতরণ

হজ মৌসুমে মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৪০০ টন জমজমের পানি বিতরণ করা হচ্ছে। হজে আগত মুসল্লিদের চাহিদা পূরণে এ পানি বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মসজিদের আশপাশে নির্ধারিত স্থানে ১০ হাজার কন্টেইনারে করে পবিত্র এ পানি সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত চাহিদার প্রয়োজনে আরও ৫০০০ কন্টেইনার প্রস্তুতও রাখা হচ্ছে।

৫৩০ জন কর্মচারী এবং সুপারভাইজার কন্টেইনারগুলো ভর্তি এবং তাদের স্থানান্তরের কাজে জড়িত। এসব কর্মচারীরা ওই মসজিদ, এর ছাদে ও মসজিদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে পানি সরবরাহ করছেন।

সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, মসজিদের নববির আশপাশের নির্ধারিত সাতটি স্থানে কন্টেইনার ভর্তি জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রতিদিন নির্ধারিত তিনটি স্থানে একবার পানের জন্য জমজমের ঠান্ডা পানির ৮০ হাজার বোতল মুসল্লিদের মাঝে বিতরণ করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
জেএইচ   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।