ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করল ওয়াগনার 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করল ওয়াগনার 

মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করল ওয়াগনার গ্রুপ। এই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিজের টেলিগ্রাম চ্যানেলে এক ভয়েস নোটে বলেছেন, তিনি তার সৈন্যদের যাত্রা বন্ধে সম্মত হয়েছেন।

সৈন্যরা রাজধানী মস্কো অভিমুখে যাচ্ছিল। খবর বিবিসি।  

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনায় সৈন্যদের থামাতে এবং উত্তেজনা কমাতে সম্মত হন প্রিগোজিন। রশিয়া ২৪ নিউজ চ্যানেল এমনটিই বলছে।  
 
লুকাশেঙ্কোর প্রেস সার্ভিসের বরাতে রশিয়া ২৪ বলছে, রাশিয়ান অঞ্চলে ওয়াগনারের যাত্রা থামাতে এবং উত্তেজনা কমাতে লুকাশেঙ্কোর প্রস্তাব মেনে নিয়েছেন প্রিগোজিন।

এটি আরও বলছে যে, উত্তেজনা কমাতে সম্ভাব্য গ্রহণযোগ্য উপায় বের করার পাশাপাশি ওয়াগনারের সৈন্যদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।

রশিয়া ২৪ বলছে, এই আলোচনায় পুতিন সম্মত ছিলেন।

অ্যাসোসিয়েটেড প্রেস খবরে বলছে, ওয়াগনার গ্রুপের প্রধান সৈন্যদের মস্কো অভিমুখে যাত্রা থামিয়ে ইউক্রেনে যুদ্ধের ক্যাম্পে ফিরে যেতে বলেছেন।  

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, ওয়াগনার সৈন্যরা রোস্তভ শহর ছাড়তে শুরু করেছে। চারটি পিকআপ ট্রাক চলে গেছে, তবে ট্যাঙ্কসহ অন্যান্য ভারী সরঞ্জাম রয়ে গেছে।  

শনিবারের বিদ্রোহে দিনের বেশিরভাগ সময়, দক্ষিণ রাশিয়ান শহরটি ওয়াগনারের বিদ্রোহের কেন্দ্রে ছিল। ওয়াগনারের সৈন্যরা শনিবার ভোররাতে শহরে প্রবেশ করে এবং আঞ্চলিক সামরিক কমান্ড দখল করে নেয় বলে জানা যায়।   

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া ওয়াগনার গ্রুপকে ভাড়ায় নিয়েছিল। অথচ সেই গ্রুপের প্রধান বিদ্রোহ ঘোষণা করে সৈন্য নিয়ে শনিবার মস্কোর দিতে এগোতে থাকেন।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।