ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগনার বিদ্রোহী নেতারা ‘বিচারের মুখোমুখি হবেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ওয়াগনার বিদ্রোহী নেতারা ‘বিচারের মুখোমুখি হবেন’

ভাড়াটে ওয়াগনার গ্রুপের বিদ্রোহী নেতাদের অভিযুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘তারা রাশিয়াকে রক্তাক্ত সংঘর্ষে জর্জরিত দেখতে চান’।

সোমবার (২৬ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিদ্রোহের সংগঠকদের বিচারের আওতায় আনা হবে।

যদিও এসময় পুতিন সরাসরি ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নাম উল্লেখে করেননি।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট বাহিনীটির নিয়মিত সৈন্যদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছেন নিয়মিত সেনারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করতে, বেলারুশে যেতে বা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

রুশ কর্তৃপক্ষ আগামী ১ জুলাই থেকে ওয়াগনার গ্রুপকে বন্ধ করে দিয়ে এর সৈন্যদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছিল। প্রিগোজিন বলছেন, তার গ্রুপ এর বিরোধী ছিল এবং কমান্ডাররা কেউই মন্ত্রণালয়ের সঙ্গে কোনো চুক্তিতে সই করতে রাজি হননি।

ওইসময়ে তিনি ইউক্রেনের যুদ্ধের বিষয়ে রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের সমালোচনাও করেছিলেন। কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে, ওয়াগনার সবসময় এবং শুধুমাত্র রাশিয়ার স্বার্থে কাজ করেছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমি ওয়াগনার গ্রুপের সেই সৈন্য এবং কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা একমাত্র সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ’

ওয়াগনার সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা চান তারা বেলারুশ চলে যেতে পারেন। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করা হবে। ’

পুতিন বলেন, ‘রক্তপাত এড়াতে বিদ্রোহের শুরুতেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সংগঠকরা বুঝেছিলেন যে তাদের কাজগুলো অপরাধমূলক। ’

তিনি রাশিয়ান ঐক্যের প্রশংসা করেন এবং বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।