ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ৬ জনের

কানাডার ক্যালগারিতে প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

ক্যালগারির পশ্চিমের পাহাড়ি অঞ্চল কানানাস্কিস কান্ট্রিতে প্লেনটি বিধ্বস্ত হয়।

শনিবার (২৯ জুলাই) রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে।

আরসিএমপি জানিয়েছে, পাঁচজন যাত্রী ও একজন পাইলটসহ প্লেনটি শুক্রবার রাতে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে ব্রিটিশ কলাম্বিয়ার সালমন আর্মের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্কোয়াড্রন দুর্ঘটনাস্থলের খোঁজ পায়। দেখা যায়, বিমানে থাকা ছয়জনই মারা গেছেন।

তবে নিহতদের নাম-পরিচয় জানায়নি আরসিএমপি।

আরসিএমপির স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন বলেছেন, পাহাড়ি এলাকার কারণে পাইলট ও যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে, ছয়টি মরদেহই সফলভাবে উদ্ধার করা হয়েছে।

সিঙ্গেলটন বলেন, কানাডার ট্রান্সপোর্ট সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।