রাজধানী মস্কোতে ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ায় আবার যুদ্ধ ফিরে আসছে।
তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে হামলা একটি অনিবার্য, স্বাভাবিক ও ন্যায্য প্রক্রিয়া।
সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এর আগে রোববার (৩০ জুলাই) ভোরে মস্কোতে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে।
হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। দুটি কার্যালয়ে বিধ্বস্ত হয়েছে। হামলার পর ভনুকোভো বিমানবন্দরও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
পরে রোববার রাতেই পশ্চিম ইউক্রেনীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় কথা বলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের আজ ৫২২তম দিন। রাশিয়া মনে করেছিল, এটি কয়েক সপ্তাহ স্থায়ী হবে। ’
‘তবে ধীরে ধীরে এই যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে ফিরে আসছে। এটি একটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য প্রক্রিয়া। ’
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমএইচএস