ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভোরের দিকে নির্মাণকাজ চালানোর সময় মহারাষ্ট্রের থানের শাহাপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত একদল শ্রমিকের ওপর গার্ডার লঞ্চিং মেশিনটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এদিকে পুলিশ ধারণা করছে, ধসে পড়া কাঠামোর নিচে আরও পাঁচজন আটকা পড়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য জরুরি পরিষেবা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এক টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, মহারাষ্ট্রের শাহাপুরের মর্মান্তিক দুর্ঘটনায় আমি (মোদি) ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে। এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
আরবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।