শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের হোককাইদো। রিখটার স্কেলে এর মাত্রা ৬ বলে জানিয়েছে জার্মান ভূবিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড)।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১১ আগস্ট)
সকালে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসআইএস