ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের সঙ্গে কারাগারে দেখা করলেন স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ইমরানের সঙ্গে কারাগারে দেখা করলেন স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা সাক্ষাৎ করেন।

৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর এই প্রথম সাক্ষাৎ করলেন বুশরা বিবি। খবর জিও নিউজ।  

আইনজীবীদের দল ছাড়াই ইমরানের সঙ্গে একান্তে কথা বলেন বুশরা। প্রায় এক ঘণ্টার মতো তাদের মধ্যে আলাপ হয়। আইনজীবী নাঈম পানঝোথা, শের আফজাল মারওয়াত ও আলি ইয়াজ বাটার ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

পানঝোথা জানান, বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন।  

সূত্র জানায়, আদালতের আদেশ দেখানোর পরও পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা। ফলে তাদের কারাগারের বাইরেই থাকতে হয়।  

খানের স্ত্রী সাক্ষাৎ শেষে লাহোর চলে যান বলে জানায় সূত্রটি।

তোশাখানা মামলায় সাজা পাওয়ার পর পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার হন ইমরান খান। ২০১৮-২০২২ সাল সময়ে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা-বেচার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।  

তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।