ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেতন বাড়ানোর দাবিতে ইংল্যান্ডে ডাক্তারদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
বেতন বাড়ানোর দাবিতে ইংল্যান্ডে ডাক্তারদের কর্মবিরতি

ইংল্যান্ডে বেতন এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্টির কারণে আবারো কর্মবিরতি পালন করছে ডাক্তাররা।  সেন্ট্রাল লন্ডনে শুক্রবার(১১ আগস্ট) শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি চলবে ৪ দিন।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সমর্থীত এই কর্মবিরতি প্রসঙ্গে ব্রিটেনের হেলথ ন্যাশনাল সার্ভিস (এনএইচএস) সতর্ক করে বলেছে, ধর্মঘটের কারণে সারাদিন পরিষেবা ব্যহত হবে।

এর আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন জুনিয়র ডাক্তারদের যে বেতন সরকারের প্রস্তাব করেছে সেটাই চূড়ান্ত।

সরকার জুনিয়র ডাক্তারদের বর্তমান বেতন অনুপাতে ৮.১ শতাংশ থেকে ১০.৩ শতাংশ পর্যন্ত বেতন বড়ানো প্রস্তাব করেছে ৷

যদিও বিএমএ এতে দ্বিমত করে বলছে, ইউনিয়নের সাথে আলোচনা না করে সুনাক একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না ।

অ্যাসোসিয়েশনের মূল দাবি হল তাদের বেতন ২০০৮ সালের অবস্থায় ফিরিয়ে নিতে হবে যা করতে জুনিয়র ডাক্তারদের বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।

গত মাসে দেশটিতে সিনিয়র ডাক্তাররা একই কারণে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করেছিল, যা ছিল ২০১২ সালের পর ডাক্তারদের প্রথম বড় কোনো আন্দোলন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।